13 May 2020 , 5:14:07 প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট: করোনা কোভিট(১৯) মোকাবেলায় নিজের জীবন বাজি রেখে হৃদয়ের টানে হৃদয়ের মানুষ আপনজনদের পাশে ভোলায় এসে দাড়িয়েছেন তরুন প্রজন্মের অহংকার ভোলার মানুষের অতি আপনজন ভোলা জেলা আঃলীগের দক্ষ সাংগঠনিক সম্পাদক কর্মি বান্ধব নেতা মইনুল হোসেন বিপ্লব।
ভোলার মানুষের আপনজন কর্মি বান্ধব নেতা বিপ্লব ভোলায় এসে হৃদয়ের মানুষগুলোর খোজে নেমেছেন। করোনা কোভিট(১৯) মোকাবেলায় ভোলা সদর আসনের এমপি সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর নির্দেশে ভোলায় এসে ভোলার মানুষের পাশে এসে দাড়িয়েছেন তাদের সুখ দুঃখের ভাগিদার হওঢার জন্য। তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই তরুন নেতা বিপ্লব। করেনা কোভিন(১৯) এ ভোলার কোন মানুষ না খেয়ে মরবে না। জননেতা তোফায়েল আহমেদ পর্যাপ্ত পরিমানে খাবার মজুত রেখেছেন ভোলার মানুষের দূর্যোগকালিন সময় তাদের পাশে থাকতে। ভোলার মানুষগুলো তরুন নেতা যুব সমাজের অহয়কার মইনুল হোসেন বিপ্লব কে এই করোনা কোভিট(১৯) মহামারি দূর্যোগের সময় কাছে পেয়ে খুব আনন্দিত। ভোলার খেটে খাওয়া অসহায় মানুষগুলো বলেন,বিপ্লব আমাদের দূর্যোগের সময় আমাদের ছেড়ে থাকতে পারে না। তাই আজ আমাদের পাশে হৃদয়ের টানে হৃদয়ের বন্ধনে আমাদের পাশে এসে দাড়িয়েছেন।