ইকবাল হোসেন রাজু,
দৈনিক ভোলা টাইমস্ ॥ ভোলা সদর মডেল থানাধীন ইলিশা ফাঁড়ির পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ ইউসুফ (২৫) নামের ১ মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক বহনকারী চট্রগ্রামের জেলার ভোজপুর উপজেলার পৌর চিকনচারা গ্রামের আঃ লতিফ মিয়ার ছেলে। ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার (৪ঠা মে) গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফার নেতৃত্ব এএসআই মাইনুল হাচান, এ এসআই রিপনসহ পুলিশের একটি টিম, সকাল সাড়ে ১১ টায় খবর পান যে উপজেলার ইলিশা ইউনিয়নের ব্যারিষ্টার কাচারি নামক স্থানে গাঁজা নিয়ে এক যুবক অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ব্যারিষ্টার কাচারি পাকা সড়কের উপর একটি মাহেন্দ্র গাড়িতে ইউসুফ এর বহননকৃত একটি স্কুল ব্যাগ হতে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করেন। আটককৃত ইউসুফের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: সামস্ -উল আলম মিঠু , প্রকাশকঃ মোঃ আলী জিন্নাহ (রাজিব), সম্পাদক: শাকেরা শারমিন।
মুদ্রণ: ইসলামিয়া অফসেট প্রেস, সদর রোড, ভোলা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ওবায়দুল হক কলেজ সংলগ্ন ।আফসার ভিলা আমানত পাড়া ৭ং ওয়ার্ড, ভোলা সদর ভোলা ।
ফোনঃ 01711469539 Email: news.bholatimes@gmail.com, Web: www.bholatimes24.com
কপিরাইট 2022 © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -দৈনিক ভোলা টাইমস্