ভোলায় ব্যাংকে টাকা ছিনতাই কালে দুই ছিনতাইকারী আটক

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলা টাইমস্ ॥ ব্যস্ত শহর ঢাকায় অরাজগতা,ছিনতাই রাহাজানি নিত্য নৈমিত্তিক ঘটনা হলেও দ্বীপ জেলার ছোট শহর ভোলায় নিকট অতিতে ছিনতাই দেখা না গেলেও এখন প্রায় সময়ই ঘটে এমন ঘটনা। যেমন গত রমজান মাসের শেষের দিকে সোনালী ব্যাংকের ভোলা শাখায় দের লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটলেও তখন টাকা নিয়ে পালিয়ে যেতে স্বক্ষম হয়েছিলো ছিনতাইকারী চক্র। ঠিক একই কায়দায় বৃহস্পতিবার(১১ মে) ছিনতাই করতে এসে টাকা নিতে না পারলেও পুলিশের হাতে ধরা পরে দুই ছিনতাইকারী। ব্যাংকের ব্যবস্থাপক আঃ কাদের ঘটনার বিবরনে বলেন, “সকাল প্রায় ১১ টায় এক পুলিশ সদস্য(সিভিলে) তার ব্যাগে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে ব্যাংকে এসে কাউন্টারের সামনে দাড়ালে একজন লোক তার ব্যাগে ব্লেট দিয়ে পোচ দেয়ার পর গ্রাহক কিছু টের পাওয়ার সাথে সাথে ছিনতাইকারী পালিয়ে যায়। ঐ গ্রাহক আমাকে বিষয়টি জানালে আমি সাথে সাথে সিসি ক্যামেরা ফুটেজ চেক করে ব্যাংকের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের অবহিত করার পর তারা প্রথমে একজনকে ধরে ফেলে এবং বাহির থেকে আরো একজনকে আটক করে। দুজনকে বসিয়ে রেখে ভোলা ডিবি পুলিশকে খবর দিলে তারা এসে দৃত ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই করার ব্লেট সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে এবং ভোলা সদর থানায় নিয়ে যায়।”। এদিকে ভোলা থানার সেকেন্ড ডিউটি অফিসার এ এস আই মামুন বলেন, “আসামীদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং আটক দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে”। পুলিশের দেয়া তথ্যমতে ছিনতাইকারী দুজন হলো খুলনা জেলার রুপসা,বাঘমারা থানার আকবর শেখ এর ছেলে ঝন্টু শেখ(৪৫) এবং একই জেলার ভাংগা উপজেলার হোলগা, বাসাবাড়িয়া এলাকার মৃত কুদ্দুছ মিয়ার ছেলে মোঃ লাভলু মিয়া(৬০)। আসামী দ্বয়ের সাথে কথা বলে জানা যায় তারা প্রায় ১০ বছর পর্যন্ত ছিনতাই কান্ডের সাথে জড়িত রয়েছে।