দৌলতখানে পিবিজিএসআই স্কীম এর আওতায় দিন ব্যাপি কর্মশালা

জামাল খান,

ভোলা টাইমস্।। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পারফমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কীম এর আওতায় প্রতিষ্ঠান প্রধান ( স্কুল – মাদরাসা ), ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষক – অভিভাবক সমিতির সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ উপজেলা পর্যায়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২০ মে) দৌলতখান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে সকাল ৯টা থেকে ৪ টা পর্যন্ত এই কর্মশালা চলে। মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং আজহার আলী মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৌলতখানা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস্ চেয়ারম্যান আইনুন নাহার বিনু, ব্যংকের হাট কো- অপারেটিভ কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, একাডেমিক সুপার ভাইজার রিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামগত উন্নয়নের  উপর গুরুত্ব তুলে ধরেন । ওয়ার্কশপে উপজেলার ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন ম্যানেজিং কমিটির সদস্য, প্রধান শিক্ষক,  সহকারী প্রধান শিক্ষক ও  পিটিএ সভাপতি অংশগ্রহণ করেন।