22 May 2023 , 12:21:21 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আলী জিন্নাহ(রাজিব),
দৈনিক ভোলাটাইমস :: দীর্ঘদিন যাবত ভোলা শহরের প্রতিদিনের আবর্জনা নির্দিষ্ট কোন স্থান না থাকায় পৌর কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্ব রোডের পাশে জমা করে রাখতেন। জনবহুল এলাকায় এ ময়লা আবর্জনা স্তব দিয়ে রাখার কারণে পরিবেশের মারাক্তক ঝুঁকি পরিলক্ষিত হচ্ছিলো। যা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক ভোলা টাইমস্ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি পৌর মেয়রের দৃষ্টিগোচর হয় ।
পৌর মেয়র বিষয়টি আমলে নিয়ে এর একটি স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করেন। তারই ধারাবাহিকতায় ভোলা পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান মনির এর একান্ত প্রচেষ্টায় আবর্জনাকে সম্পদে পরিনত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। তার এই উদ্যোগকে বাস্তবায়ন করার অংশ হিসেবে রবিবার (২১ মে) ভোলা পৌরসভার সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয় । স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)’র ‘ইন্টিগ্রেটেড সলিট ওয়েস্ট ম্যানেজম্যান্ট ফর ভোলা মিউনিসিপিলিটি’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ভোলা পৌরসভার তিনতিন বারের নির্বাচিত সফল মেয়র মোঃ মনিরুজ্জামান মনির। সেমিনারে প্রকল্পটির সার্বিক দিক তুলে ধরেন ঢাকা থেকে আগত প্রকল্প সংশ্লিষ্ট কনসালটেন্ট গণ। আলোচনার একপর্যায়ে তারা বলেন, ভোলার শহরের প্রতিদিনের জমাকৃত আবর্জনা গুলোকে প্লান্টেশনের মাধ্যমে গ্যাস,প্লাস্টিক সামগ্রি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সম্পদে রুপান্তরিত করার জন্য আমরা এই প্রকল্পটি হাতে নিয়েছি। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সেমিনারে পৌর মেয়র বলেন, ভোলা পৌরসভার প্রতিদিনের আবর্জনা গুলো বর্তমান স্থানের পরিবর্তে চরসামাইয়া ইউনিয়নের একটি অনাবাস স্থলে জমা করে সেখানেই প্রকল্পটি বাস্তাবয়ন করা হবে, যা ভোলা পৌরবাসির উপকারে আসবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকল্প কনসালটেন্ট নজরুল ইসলাম, তানভির আহমেদ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম, প্রকৌশলী জাকির হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোমেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ।