বঙ্গবন্ধু’র জুলিওকুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস ::  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ২৩ মে  বিখ্যাত “জুলিও কুরি শান্তি পদক” পেয়েছিলেন। সেই স্মরনীয় দিনের ৫০ বছর পূর্তি উদযাপন করার লক্ষে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার(২২মে) ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় কুইজ ও চিত্রাংকণ প্রতিযোগিতা। সকাল ১০ টায় শিল্পকলা একাডেমি ঘুরে দেখা যায়, ভোলা শিশু একাডেমি ও শিল্প কলা একাডেমির যৌথ আয়োজনে ৪ টি গ্রুপে প্রায় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এ সময় শিশু একাডেমির কর্মকর্তা মোঃ আক্তার হোসেন ও শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানবীর আহমেদ বলেন, “আজকের আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতার মুল লক্ষ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রাপ্ত বিখ্যাত “জুলিও কুরি শান্তি পদক” সম্পর্কে এবং জাতির পিতার আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো এবং উৎসাহ দেয়া। এই প্রতিযোগিতায় যারা জয়ী হবে তাদের হাতে আগামী ২৮ মে’২৩ আনুষ্ঠানিক ভাকে আকর্ষনীয় পুরুস্কার তুলে দিবেন ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই লাহী চৌধুরী”। এ সময় ভোলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী সহ অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।