আসন্ন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন উপলক্ষে ভোলায় শিশুদের চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস ::  “এসো নেশা ছেড়ে কলম ধরি,মাদক মুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে বুকে ধারন করে মাদক দ্রব্যের অপব্যবহারে ও অবৈধ পাচার বিরোধী আসন্ন আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হলো শিশু-কিশোরদের চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা। মঙ্গলবার(২৩ মে) ভোলা জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ ভাবে আয়োজিত প্রতিযোগিতায় ভোলার বিভিন্ন স্কুল-কলেজের শিশু-কিশোররা ৪ টি গ্রুপে অংশগ্রহণ করে। ভোলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির যৌথ সহযোগিতায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোতার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিউর রহমান মিয়ার নেত্রিত্বে একটি দল ও শিশু একাডেমির কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এবং বিচারকের আসনে ছিলেন শরমিন শ্যামলি, ভাস্কর মজুমদার, জয়বাংলা সাহা, কবির হোসেন ও ঐশী ঘোষ। ব্যাতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ভোলা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একে এম দিদারুল আলম বলেন, “নতুন প্রজন্মকে  মাদক থেকে দূরে রাখার জন্য লেখা পড়ার পাশাপাশি সংস্কৃতিমূলক কাজে অন্তর্ভুক্ত করতে হবে। তাই আমাদের আজকের আয়োজন। তিনি বলেন, এই প্রতিযোগিতায় যারা জয়ী হবে তাদেরকে আগামী ২৬ জুন’২৩ আন্তর্জাতিক মাদক বরোধী দিবসে আকর্ষনীয় পুরুস্কার প্রদান করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।