কবি নজরুল এঁর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ভোলা শিল্পকলা একাডেমিতে শিল্প প্রতিযোগিতা

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস ::  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৪ তম জন্ম বার্ষিকী (১১ ই জৈষ্ঠ) উদযাপন উপলক্ষে ভোলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় বিভিন্ন শিল্প প্রতিযোগিতা। বুধবার(২৪ মে) সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় চিত্রাংকণ,সংগীত ও আবৃত্তি বিষয়ে প্রায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে। ভোলার বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরা কবি নজরুল এর লেখা গান গায় ও কবিতা আবৃত্তি করে এবং নজরুল সম্বলিত ছবি আঁকে। এ বিষয়ে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানবীর রহমান বলেন, নতুন প্রজন্মকে নজরুল সম্পর্কে ব্যপক ধারনা দেয়াই আজকের প্রতিযোগিতার মূল লক্ষ। তিনি বলেন এই প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপের সেরা ৩ জনকে ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই লাহী চৌধুরী আনুষ্ঠানিক ভাবে পুরুস্কার প্রদান করবেন”। আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকেরর দায়ীত্ব পালন করেন মন্জুরুল আলম, উত্তম ঘোষ, মৃদুল দে, অতনু করমজাই, মশিউর রহমান পিংকু, ভাস্কর মজুমদার ও জয়বাংলা সাহা। এ সময় বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ ভোলা শিল্প কলা একাডেমির সকল কর্মকর্তা-কর্মচারী গণ উপস্থিত ছিলেন।