ভোলা মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার যাত্রা শুরু

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস :: “আধুনিক প্রযুক্তিতে আন্তরিক স্বাস্থ্য সেবা” এই মূল নীতিকে লক্ষ করে ভোলায় পথ চলা শুরু করলো ভোলা মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। দ্বীপজেলা ভোলার মানুষ যখন ভালো চিকিৎসা পাওয়ার লক্ষে দেশবিদেশের বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়াচ্ছে ঠিক তখনই ভোলা শহরে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো ভোলা মডেল হাসপাতাল। বৃহস্পতিবার(২৫ মে) বেলা প্রায় সারে ১২ টার সময় দোয়া ও মোনাতের মাধ্যমে সম্পূর্ন প্রাইভেট এই অত্যাধুনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটির শুভ উদ্বোধন করেন দক্ষিন বাংলার সর্বজন শ্রদ্ধেয় জৌনপূরী পীর সাহেব মুহতারাম হাফেজ মাওলানা মোঃ হাসনাইন আহমেদ ছিদ্দিকী। ভোলা শহরের উকিল পাড়াস্থ টাউন স্কুল মোড় সংলগ্ন ১০ শতক জমিতে গড়ে ওঠা ৪ তলা বিশিষ্ট আধুনিক সাজে সজ্জ্বিত বিশাল হাসপাতাল ঘুরে দেখা যায় প্রতিটি কক্ষে রয়েছে আকর্ষনীয় ওয়েটিং রুম সহ বিভিন্ন সুবিধাদি ও নতুন নতুন সরঞ্জমাদি। এ সম্পর্কে জিজ্ঞাসা করলে ভোলা শহরের নতুন হাসপাতালটির নির্বাহী পরিচালক মোঃ জাহিদুর রহমান বলেন, “মানুষের সেবা করার মতো মহৎ উদ্দেশ্য নিয়ে ভোলা মডেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর যাত্রা। মহান আল্লাহ পাকের রহমত ও পীর সাহেবের দোয়ায় অদুর ভবিষ্যতে এই হাসপাতালটি ভোলার মানুষের কাছে হবে স্বাস্থ্য সেবার মডেল”। হাসপাতালটি উদ্বোধনের প্রাক্কালে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা ইলিয়াছ হোসেন, ভোলা ডায়াগনস্টিকের এমডি ও ভোলা জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ হাসনাইন আহমেদ, ডাঃ আব্দুল মালেক, ভোলা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও প্রচার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম, রুহুল আমিন কুট্টি, হুমায়ুন কবির,জাকির হোসেন ও রিয়াজউদ্দিন সহ পরিচালনা পর্ষদের সকল সদস্য ও আগত অতিথি বৃন্দ।