জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান

এ.সি.ডি.অর্জুন ,

দৈনিক ভোলাটাইমস ::“অগ্নিবীনার শতবর্ষঃ বঙ্গবন্ধু চেতনার শাণিতরূপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান। বৃহস্পতিবার(২৫ মে) বর্নাঢ্য আয়োজনের মধ্যে সকালে নজরুলের লেখা গান, কবিতা ও চিত্রাংকণ বিষয়ে শিশুদের প্রতিযোগীতার আয়োজন করে ভোলা শিশু একাডেমি। সাম্যের কবি নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই লাহী চৌধুরী। ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় নজরুল চেতনায় উজ্জিবিত হতেন। নজরুল ও জাতির পিতা বঙ্গবন্ধু দুজনেই ছিলেন আমাদের দুই দিগন্তের মহাপুরুষ”। আনন্দ ঘন পরিবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তামিম আল ইয়ামিন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ও বিশেষ অতিথি গণ। নজরুল স্মৃতিচারণের পর তৃতীয় পর্বে ভোলার গুণি শিল্পী এবং শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির বিভিন্ন শিশু শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি সম্বলিত প্রানবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু’র সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় কবির জন্মোৎসবের শেষ ভাগে এ উপলক্ষে শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন জেলা প্রশাসক চৌধুরী ও বিশেষ অতিথি বৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল,আরডিসি মোঃ রায়হানুজ্জামান ও এনডিসি মোঃ আবু সাঈদ, ভোলা সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোঃ আলী সুজা, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানবীর রহমান ও শিশু একাডেমি কর্মকর্তা মুহাম্মদ আখতার হোমেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আগত অভিভাবক সহ অতিথি বৃন্দ।