29 May 2023 , 1:06:55 প্রিন্ট সংস্করণ
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ২৩ মে বিখ্যাত “জুলিও কুরি শান্তি পদক” পেয়েছিলেন। সেই স্মরনীয় দিনের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসনেরর আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান। রবিবার(২৮মে) ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সকল আয়োজনে সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই লাহী চৌধুরী । সকাল ১০ টায় অনুষ্ঠিত বর্নাঢ্য আয়োজনের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ২৩ মে বিশ্বের ১৪২ টি দেশের প্রতিনিধিদের সামনে দেশের কল্যানে আসামান্য রাখার জন্য বিশ্ব বিখ্যাত জুলিওকুরি শান্তি পদক গ্রহণ করেন। যা শুধু ফিদেল কেস্ট্রো,ইন্দিরা গান্ধি, ইয়াসির আরাফাত সহ মাত্র কয়েকজন বিশ্ব নেতা অর্জন করেছিলেন”। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন কুমার সাহা,অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষে ১০ ম শ্রেনীর ছাত্র মাহিবুর রহমান ও ৭ম শ্রেনীর ছাত্রী আদিল রশিদ । আলোচনা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে সাংসাকৃতিক অনুষ্ঠানে ভোলার বিভিন্ন পর্যায়ের গুণি শিল্পীরা গাণ পরিবেশন করেন। শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানবীর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানের শেষ ভাগে এ উপলক্ষে অনুষ্ঠিত শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিভিন্ন শিল্প প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি গ্রুপে প্রথম দ্বিতী তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরুস্কার তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী সহ বিশেষ অতিথিগণ। আনন্দঘন আয়োজনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এনডিসি মোঃ আবু সাঈদ, জেলা তথ্য অফিসার নুরুল আমিন ও শিশু একাডেমির কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন সহ সরকারী সকল দপ্তর প্রধান ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ