30 May 2023 , 7:39:11 প্রিন্ট সংস্করণ
লালমোহন প্রতিনিধি,
দৈনিক ভোলাটাইমস ::ভোলার লালমোহনে অজ্ঞাত এক নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকার বেঁতুয়া
নদী থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়।
এরআগে, স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন মো.
সাথি (২৫) নামের এক গৃহবধূ। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। রোববার রাতে উপজেলার কালমা
ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে স্বামীর বাড়িতে বিষপান করেন ওই গৃহবধূ। সে ওই
এলাকার মো. মাইনুদ্দিনের স্ত্রী।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে
দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে।