15 May 2020 , 12:02:08 প্রিন্ট সংস্করণ
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ৫ জুয়াড়িকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওইসব জুয়াড়িদের আটক করে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে আটক জুয়াড়িদের শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান রুমির কাছে হাজির করলে তিনি জুয়াড়িদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, ধলিগৌরনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কামাল, বজলু, সফি, লাভলু ও কাসেম। এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, জুয়াড়িদের মঙ্গলসিকদার ফাঁড়ির পুলিশ সদস্যরা আটক করে। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাজির করলে নির্বাহী অফিসার ওইসব জুয়াড়িদের ১ মাসের সাজা দেন। এরপর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।