ভোলায় জেলা তথ্য দপ্তরের আয়োজনে ‘মহিলা’ সমাবেশ অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলাটাইমস :: বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি(এপিএ) এর আওতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদ্বুদ্ধকরণ উপলক্ষে ভোলা জেলা তথ্য দপ্তর আয়োজন করে ‘মহিলা সমাবেশ’। বুধবার(১৪ জুন) ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ১৩ নং নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি আমিনুল বলেন, “বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্যোগে যেসব জনহিতকর ও বাস্তব সম্মত সুবিধা গুলো প্রচলিত আছে তার সঠিক তথ্য বা বার্তা তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষেই আজকের এই ‘মহিলা সমাবেশ’। তিনি উপস্থিত মা দের উদ্যেশ্যে বলেন, “আশ্রয়ন প্রকল্প, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, মানুষিক স্বাস্থ্য, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষায় স্বাস্থ্য কর্মসূচি, সামাজিক নিরাপত্তা, কাড়িগরি শিক্ষা ও পরিবেশ সুরক্ষা সহ বহু সুবিধা বর্তমান সরকার আপনাদের দোড়গোড়ায় রেখেছে। আপনারা শুধু আপনাদের সন্তানকে সঠিক পথে পরিচালিত করে সোনার বাংলা গড়ার লক্ষে এগিয়ে দিবেন”। জেলা তথ্য অফিসের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মোঃ জসীম সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, স্কুলটির সভাপতি অরুণ চন্দ্র হাওলাদার, প্রধান শিক্ষক প্রতিমা রানী ও উত্তর চর লামছিপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ মন্ডল। এ সময় প্রায় দের শতাধিক মা ও বিপুল সংখ্যক অভিভাবক সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।