চরফ্যাশন শশীভুষনে সড়ক দুর্ঘটনায় আহত দিনমজুরের চিকিৎসা সেবায় মানবিক সমাজ ইউনিট

এইচ এম নোমান, চরফ্যাশন প্রতিনিধি,

দৈনিক ভোলা টাইমস্।।  ভোলা চরফ্যাশন থেকে কাজ শেষ করে বাড়ি ফিরার পথে এওয়াজপুর ইউনিয়নের গনি মিয়ার সেন্টারে কুকুরে তারায় দ্রুত স্থান পরিবর্তন করার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন,জাহানপুর ইউনিয়নের দিনমজুর আব্বাস, পরে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে ভর্তি করেন,সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হসপিটালে ভর্তি করেন, কিছু দিন চিকিৎসা করার পরে ব্যয়বহুল খরচ মেটাতে না পারায় এখন শেরেবাংলা হসপিটালে চিকিৎসা নিচ্ছেন,এসময় অসহায় দিনমজুরের চিকিৎসা সেবায় শশীভুষন থানাধীন আটকপাট বাজারে প্রতিষ্ঠিত মানবিক সমাজ ইউনিট নামের একটি সামাজিক সংগঠন এর পক্ষ থেকে জাহানপুর ইউনিয়নের সেই অসহায় পরিবারের সন্তান দিনমজুর মোঃ আব্বাস কে আর্থিক উপহার প্রধান করেন,এসময় উপস্থিত ছিলেন মানবিক সমাজ ইউনিট এর সভাপতি মোঃ মনির হোসেন,সিনিয়র সভাপতি শরিফ হাওলাদার,সহ-সভাপতি মোঃ মোশারফ মুন্সী,ইমাম উদ্দীন সাইমন,ডাক্তার তরিকুল ইসলাম, কামরুল ইসলাম মাতাব্বর, সেক্রেটারি ভিপি মো: ফারিদ আহমেদ, সহ সেক্রেটারি ডিভি মো: রাকিব হোসেন ও মো: হাচনাইন হোসেন,সাংগঠনিক মো: হযরত আলী রাসেল,সহ সাংগঠনিক মো:রায়হান হোসেন, কোষাধ্যক্ষ মো: হাসান মুন্সী ,সহ কোষাধ্যক্ষ হযরত আলী মুন্সী, দায়িত্বশীল রয়েছেন মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ , মো: ইউনুস সাগর,মো: জাফর,মো:মাকসুদ সর্দার, সাইফুল ইসলাম, রায়হান হোসেন, মিয়া মোহাম্মদ সোহাগ,মোহাম্মদ মিজানুর রহমান, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল ফরাদি,মো:বেলাল হোসেন ,জাবের মোহাম্মদ নয়ন,ডক্টর ইকবাল হোসেন,মো:বাহাউদ্দিন ইমরান হোসেন, রাহাদ মির্জা, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রাকিব হাওলাদার মো: শরীফ হোসেন, হাসান সিরাজ,মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাকসুদ রহমান সহ অনেকে, এসময় মানবিক সমাজ ইউনিট এর নেতারা বলেন,আমরা চাই দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে,টাকায় ধনাট্য না হয়ে মানবিক ভাবে বড় মনের মানুষ হতে চাই ! এই সংগঠনটি করোনা কালীন মহা বিপদের সময়,রমজান ঈদ,কোরবানির ঈদ সহ বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে ছিলেন , তারা সকলের সহযোগিতা ও মানবিক সহায়তা কামনা করছেন।