লালমোহনে সন্ত্রাসী হামলায় আহত-৬

 লালমোহন প্রতিনিধিঃ

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোস্তাফিজ মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে বৃদ্ধাসহ ৬জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী নাজিম গং। ১৩ মে সন্ধ্যায় এ ঘটনা ঘটে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর মোল্লাজি গ্রামের হাজী মোস্তফা মিয়ার বাড়ীতে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মজনু (৩৮) জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনারদিন সন্ধ্যার পূর্ব মুহুর্তে প্রতিপক্ষ সন্ত্রাসী নাজিমের নেতৃত্বে শাহিন, লালমিয়া, মিজান ও করিমসহ ১০/১২ জনের ক্যাডার বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় মজনুর দু,টি হাত তার মা বিবি ফাতেমা (৬৫) ১হাত ও ১ পা ভেঙ্গে যায়। এছাড়াও সালমা বেগম, ফজলে রাব্বি, নাছরিন বেগম ও কামালসহ ৬জন গুরুতর আহত হয়। স্থানীয়রা জানান, নাজিম দীর্ঘদিন ধরে মোস্তফা মিয়ার জমি জবর দখল করে রেখেছে। এতে বাধা দিলেই নির্যাতনের স্টিম রোলার চলে আসে মোস্তফা মিয়ার পরিবারের উপর।