কৃষকরা দেশের অমূল্য সম্পদ – এমপি শাওন

হাসান পিন্টু:

ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কৃষকরাই দেশের অমূল্য সম্পদ। কৃষকরা বাঁচলেই দেশ বাঁচবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের আরও সমৃদ্ধ করতে কাজ করছেন। সরকার গুরুত্ব দিয়ে কৃষিখাতে ব্যাপক উন্নয়ন করেছে। কৃষকদের জন্য প্রণোদনা ঘোষণা করে তা পৌছানোর ব্যবস্থা করা হচ্ছে। সরকার ভুর্তকী দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি পৌছে দিচ্ছে। শুক্রবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনশত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণকালে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন পাটওয়ারী প্রমুখ।