16 May 2020 , 3:46:50 প্রিন্ট সংস্করণ
ভোলা চরফ্যাশনে উপজেলা শশীভূষন থানা এওয়াজপুর ৬ নং ওয়ার্ড খাল দখল করে বাড়ি নির্মাণ করছে প্রভাবশালী! পানি নিষ্কাশন সমস্যা প্রায় শতাধিক পরিবারের। চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এওয়াজপুর ৬ নং ওয়ার্ডের শশীভূষন বাজারে উত্তর পার্শ্বে বাজার সংলগ্ন মসজিদের পার্শ্ব সড়কের দক্ষিণ পার্শ্বে অবস্থিত খালটি দখল করে বাড়ি তৈরি করে এলাকার প্রভাবশালী আলমগীর দালাল গংরা। এতে প্রায় শতাধিক বাড়ি ও ১০০/১৫০ বিঘা জমির পানি নিষ্কাশন সমস্যা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। এবিষয়ে স্থানীয় খোরশেদ হাওলাদার,আঃ রব ব্যাপারি, মোঃ আলী খাঁ জানান এই খালটি আগে অনেক বড় ছিল বর্তমান ম্যাপ অনুযায়ী প্রায় ১৮ ফুট চৌরা কিন্তু বর্তমানে আছে ৬-৭ ফুট বাকীটা আছে অবৈধ দখলে । তাও আবার দখল করে বাড়ি তৈরি করছে আলমগীর ও ছালাউদ্দিন গংরা। এ বিষয়ে স্থানীয় লোকজন পানি নিষ্কাশন করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খোকন কে অবগত করলে তিনি বলেন আমি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যাতে খালটি দখল করতে না পারে