ভোলায় ইলিশা মার্ডার মামলার প্রধান আসামী গ্রেফতা ও জেলা পুলিশের সংবাদ সম্মেলন

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলা টাইমস::  ভোলা সদর উপজেলাধিন ইলিশা নদীর পাড়ে সিগারট খাওয়াকে কেন্দ্র করে ৯ সেপ্টেম্বর(শনিবার) সকালে খুন হওয়া মাছ ধরা পেশায় নিয়োজিত ১ যুবক নিহতের ঘটনায় হত্যাকারী যুবক আটক ও চাকু উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলন করে ভোলা জেলা পুলিশ। রবিবার(১০ সেপ্টেম্বর) দুপুর প্রায় পৌনে দুই টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপর চন্দ্র সরকার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “গত ৯ সেপ্টেম্বর’২৩ ভোলার ইলিশায় ঘটে যাওয়া মার্ডার মামলায় প্রধান আসামী রিয়াজকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিং কালে এএসপি আরো বলেন, গ্রেফতারকৃত রিয়াজ নিজ হাতে রাসেলকে হত্যা করার কথা সিকার করেছে এবং ঘটনার সত্যতা বর্ননা করেছে। হত্যা কান্ডের পিছনে ট্রলার মহাজন বা অন্য কারো পূর্ব পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সদর সার্কেল বলেন, “প্রাথমিক তদন্তে সেরকম কোন তথ্য পাওয়া যায়নি। তবে অতি গুরুত্বের সহিত অধিক তদন্ত চলছে”। উল্লেখ্য শনিবার সকালে ইলিশা ঘাটে সিগারেট নিয়ে জনৈক আক্তার মাঝির নৌকার জেলে রিয়াজ(২৫) ও রাসেল(১৯) এর মধ্যে ঝগড়া বাঁধার এক পর্যায়ে রিয়াজ তার হাতে থাকা জালকাটার চাকু দিয়ে রাসেল এর গলার নিচে আঘাত করলে রাসেল মারা যায় এবং মারামারি থামাতে গেলে মামুন নামে এক যুবক এর বাম হাতেও রিয়াজ চাকু দিয়ে আঘাত করে। এ বিষয়ে রাসেল এর মা মিনারা বেগম বাদি হয়ে ভোলা সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন(মামলা নং ১৬, ৯/৯;২০২৩)। ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ কালপুর এলাকার বাসিন্দা মোঃ শাহ আলম ও সুফিয়া বেগম এর ছেলে রিয়াজ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা ও ইন্সপেক্টর আল মামুন সহ সংশ্লিষ্ট অফিসারগণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।