15 September 2023 , 2:33:25 প্রিন্ট সংস্করণ
আরিফ হোসেন,চরফ্যাসন প্রতিনিধি,
দৈনিক ভোলা টাইমস:: মেঘনা ও তেঁতুলিয়া নদীতে রুপালি ইলিশের পুরোপুরি দেখা না মিললেও
সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে সাগরগামী জেলেদের মুখে ফুটেছে হাসি। প্রশান্তি মিলছে জেলে পরিবারগুলোর মধ্যে। সারাদিন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জাল ফেলে কাঙ্খিত ইলিশ না পেয়ে
দিশেহারা জেলেরা। অন্যদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় আরো নাজুক হয়ে পড়েছে পরিস্থিতি।
চৌকিদার খাল বাজার মৎস্য আড়ৎদার মোহসিন খালাসি জানান, চৌকিদার খাল বাজার ঘাটের ব্যবসায়ী জাহাঙ্গীর মাঝি, তেঁতুলিয়া নদীর নয়নের খালের জুয়েল, কালাম বদ্দার জানান, দাদনের লাখ লাখ টাকা নদীর
জলে। নদীতে আশানুরুপ মাছ নেই। মহাসংকটে আমরা। এই অবস্থা চলতে থাকলে কমপক্ষে ৩০ শতাংশ জেলে পেশা পরিবর্তন করবে। জেলে জামাল, শহিদুল, জাহাঙ্গীর, নেজামাল জানান, এ বছর ভরা মৌসুমেও মেঘনায় ও তেঁতুলিয়া নদীতে আশানুরুপ ইলিশের দেখা মিলছেনা। তবুও আমরা অপেক্ষায় আছি। উপজেলার বিভিন্ন মৎস্য আড়ৎদাররা জানান, খুব কম পরিমাণ মাছ
কেনাবেচা হচ্ছে। মাছ বিক্রি করে যে টাকা পাচ্ছে তা দিয়ে জেলেদের খরচপাতি চালানো মুশকিল।
চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মারুফ হোসেন মিনার জানান, ইলিশ সাগরের মাছ। ডিম পাড়ার সময় মিঠা পানির খোঁজে তারা নদীতে আসে। বর্তমানে নদীর পানিতে লবণাক্ততা বেশি। তাই সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ থাকলেও নদীতে ইলিশ নেই।