ভোলায় ১৯৫০ পিচ ইয়াবাসহ ১ মাদক বহনকারী আটক

কবাল হোসেন রাজু,

দৈনিক ভোলা টাইমস::  ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযান করে ইলিশা লঞ্চ ঘাট থেকে ১ মাদক বহনকারী কে আটক করেছে পুলিশ। ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা বলেন,প্রতিদিনের নেয় পুলিশের একটি টিম নিয়ে অদ্য শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ইলিশা লক্ষীপুরগামী লঞ্চঘাটের পল্টনে যাত্রীদের কে তল্লাশি করে ১৯৫০ পিচ ইয়াবাসহ মোঃ হোসেন (৩২) নামে ১ মাদক বহনকারীকে আটক করা হয়। আটককৃত মাদক বহনকারী লক্ষীপুর জেলার রামগতি থানার চর নেয়ামত ইউনিয়নের আবুল কাশেমর ছেলে। আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।