অর্ধনগ্ন উর্বশী, মুহূর্তেই দেখলেন দুই মিলিয়ন মানুষ

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল এবং বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। আনিল শর্মার অ্যাকশন-রোমান্টিক ফিল্ম ‘সিং সাব দা গ্রেট’ দিয়ে বলিউডে নাম লেখান তিনি।

ভারতীয় এই সুন্দরী ২০১৫ সালে মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন এবং মিস ইউনিভার্স এ ভারতীয় হিসেবে অংশগ্রহণ করেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার জনপ্রিয়তা।

এরিমধ্যে বলিউডে নয়টি ছবিতে কাজ করেছেন। সর্বশেষ ২০১৮ সালে হেট স্টোরি ফোর এবং নেস থ্রি’তে দেখা যায় উর্বশীকে। সম্প্রতি তারই একটি অর্ধনগ্ন ছবি ঝড় তুলেছে ইনস্টাগ্রামে।

যে ছবিটি কেবল তার ইনস্টাগ্রাম পেজ থেকেই দেড় মিলিয়ন মানুষ দেখেছে। পাশাপাশি ফেসবুকে আরও লাখের মতো। সবমিলে প্রায় দুই মিলিয়ন মানুষের নজরে পড়েছে ছবিটি।