ভোলায় শুরু হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলা টাইমস:: “মানসম্মত শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর জেলা পর্যায়ের খেলা। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আজ এখানে যেসব কোমলমতি শিশুরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রতিদন্দ্বিতা করছে ভবিষ্যতে তারাই দেশ পরিচালনা করবে। তাই এদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। কারন খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্য রাখে। তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন শিশুদের ভালো বাসতেন তেমনি খেলাধুলাও পছন্দ করতেন। তাই সকল শিশুকে নিয়মিত খেলাধুলা করতে হবে”। সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার এজাজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার। দুইদিন ব্যাপী চলা টুর্নামেন্ট উদ্বোধনের শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বেলুন ও পায়রা অবমুক্ত করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করে দিনের সূচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, জেলা শিক্ষা অফিসার দিপক হালদার, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোঃ জাহিদুল কবির তুহিন, জেলা শিক্ষা ও গবেষনা কর্মকর্তা নুরুল ইসলাম ছিদ্দিকী, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাগাঙ্গীর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিরিন আক্তার ও মোঃ আবু তাহের সহ জেলার সকল উপজেলার শিক্ষা অফিসার গণ ও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ গনণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টের প্রথম খেলায় দৌলতখান ও তজুমুদ্দিন উপজেলার শিক্ষার্থীদের মধ্যকার ম্যাচের দুই দলের মাঝে বল হস্তান্তর করার মাধ্যমে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জান।