21 September 2023 , 12:51:24 প্রিন্ট সংস্করণ
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলা টাইমস:: সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলার উন্নয়ন অগ্রতি বা অবনতি সকল বিষয় নিয়ে প্রতিমাসে একটি করে সভার আয়োজন করে জেলা প্রশাসন। আর সেই সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানগণ নিজ নিজ কাজের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন। সেই ধারা বাহিকতায় ভোলায় যোগদানের পর বুধবার(২০ সেপ্টেম্বর) দ্বিতীয় বারের মতো জেলা উন্নয়ন সমন্বয় সভার আয়োজন করেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ক্ষোভের সুরে বলেন, “ভোলা জেলার মনপুরা উপজেলা একটি বিচ্ছিন্ন দ্বীপ হলেও সরকার সেখানে সকল ধরনের সুযোগসুবিধা দিয়ে রেখেছেন। তাই আপনি চাকরি করতে হলে সরকারের নির্দেশনা মেনেই সেখানে আপনার দায়ীত্ব পালন করতে হবে। সরকারি সংশ্লিষ্ট অফিসারদেরকে প্রশ্ন করে বলেন, আপনি যদি মনপুরায় পোস্টিং নিয়ে ভোলায় থাকেন তাহলে সেখানে কর্মরত সকলের বেতন ভাতা কি করে হয়? কর্মে একনিষ্ঠ ভোলার ডিসি হুসিয়ারী উচ্চারন করে বলেন, আমরা রাষ্ট্রের কর্মচারী। তাই সরকার যাকে যেখানে দায়ীত্ব দিয়েছেন তাকে সেখানেই নিজ নিজ দায়ীত্ব পালন করতে হবে। এ বিষয়ে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে আমি জেলা প্রশাসক হিসেবে একটি প্রতিবেদন লিখে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়ে দিবো। তারপর যা করার তিনিই করবেন। মনেপ্রাণে একজন দায়ীত্ববান ডিসি সভায় উপস্থিত সকল অফিসারকে বলেন, সামনে জাতীয় নির্বাচন। তাই ভোলাজেলা প্রশাসনের পুরো সেট আমাকে প্রস্তুত রাখতে হলে আপনাদের আন্তরিক সহযোগিতাই যতেষ্ঠ। তাই আপনারা প্রত্যেকে দায়ীত্বের প্রতি সচেতন থাকতে হবে”। পুরো ৩ ঘন্টা ধরে চলা সমন্বয় সভায় জেলা প্রশাসক তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধ,ডায়াগনোস্টিক বা ক্লিনিক ব্যবস্থা পর্যবেক্ষণ, জেলা স্বাস্থ্যসেবার মান, শিক্ষা ব্যবস্থা, ভোলা টু চরফ্যাশন নির্মানাধিন মহা সড়কের অবস্থা, ভোলা-বরিশাল সেতু নির্মানের পর্যায়, খাদ্য মজুদের অবস্থা, সমাজ সেবার কর্মকান্ড, ইলিশা নদীর ব্লোক ধসে পরা, মৎস্য আহরন বন্ধের সময় ড্রেজিং বন্ধ রাখা, আনসার ভিডিপি প্রস্তুত রাখা, আলু পেয়াঁজ ডিমের দাম মনিটরিং করা, সহ বেশ কয়েকটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভোলা জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মুছা, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল হাছান, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলীল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাছান, জেলা মৎস্য অফিসার মোল্লা এমদাদুল্লাহ,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক হাছান ওয়ারিসুল কবির, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিডি তাপস কুমার শীল, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন, ডিডি সমাজ সেবা মোঃ নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার দিপক হালদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম,দৌলতখানের ইউএনও পাঠান মোঃ সাইদুজ্জামান, বোরহান উদ্দিনের মোঃ রায়হানুজ্জামান সহ সকল ইউএনও, মনপুরা ও লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা সহ সংশ্লিষ্ট সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত