ভোলায় ইন্ট্রাকো কোম্পানীর সাথে গ্যাস বিক্রির চুক্তি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল

 এ.সি.ডি.অর্জুন,

দৈনিক ভোলা টাইমস::  গ্যাস জাতীয় সম্পদ হলেও ভোলায় উৎপাদিত গ্যাস ভোলার মানুষকে না দিয়ে সরকার ইন্ট্রাগো নামক একটি কোম্পানীর মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়ার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেয় ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির ভোলা জেলা শাখা। বুধবার(২০ সেপ্টেম্বর) সকাল প্রায় সারে ১০ টায় ভোলা প্রেসক্লাবের সামনে জড়ো হয় গ্যাস রক্ষায় গঠিত বিভিন্ন কমিটির নেতা-কর্মীগণ। বিক্ষোভ শুরুর পূর্বে নাগরিক কমিটির জেলা সভাপতি মোবাশ্বের উল্ল্যা চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আসিফ আলতাপ। বক্তারা বলেন, “ভোলায় ঘরে ঘরে আবাসিক গ্যাস সংযোগ, ইপিজেড ও শিল্পাঞ্চল স্থাপন এবং ইন্ট্রাগো কোম্পানীর সাথে গ্যাস বিক্রির চুক্তি বাতিল হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে”। অন্যদিকে মোবাশ্বের উল্লাহ বলেন, “ভোলায় ৯ টি গ্যাস খনি থাকা সত্বেও ভোলার মানুষের ঘরে গ্যাস সংযোগ না দিয়ে সরকার একটি কোম্পানীর সাথে চুক্তি করে ভোলার গ্যাস অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর সরকারের এই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন চলছে চলবে”। বক্তারা এ সময় ভোলা-বরিশাল ব্রিজ নির্মান, ভোলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ব বিদ্যালয় স্থাপন সহ “ভোলার গ্যাস দিয়ে দক্ষিনাঞ্চলের উন্নয়ন করা হবে” বলে প্রধানমন্ত্রীর দেয়া পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুসিয়ারী দেন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক মোঃ শওকত হোসেন ও মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিক। সমাবেশ শেষে মোবাশ্বের উল্ল্যার নেত্রিত্বে একটি বিক্ষোভ মিছিল ভোলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের মূল সড়ক গুলো প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন কুমার সাহা এর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় মিছিলকারীদের হাতে বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।