21 September 2023 , 1:58:31 প্রিন্ট সংস্করণ
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলা টাইমস:: “মানসম্মত শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শেষ হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর জেলা পর্যায়ের খেলা। মঙ্গলবার-বুধবার(১৯-২০ সেপ্টেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত খেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিতদেরকে পুরস্কার প্রধান করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত দইদিন ব্যাপী চলা খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আজ এখানে যেসব কোমলমতি শিশুরা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রতিদন্দ্বিতা করেছে ভবিষ্যতে তারাই দেশ পরিচালনা করবে। তাই এদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। কারন খেলাধুলা শরীর ও মনকে প্রফুল্য রাখে। তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন শিশুদের ভালো বাসতেন তেমনি খেলাধুলাও পছন্দ করতেন বলেই দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশ ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠা করছিলেন”। সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার এজাজুল হক ও প্রধান শিক্ষক গৌতম গোলদার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হুসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুজ্জামান ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ফয়ছাল। বৈরি আবহাওয়া ও কর্দমাক্ত মাঠে কোমলমতি শিশুদের ক্রীড়া নৈপুন্যে খুশি হয়ে জেলা প্রশাসক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপে জেলার সেরা দুই দলের ২২ জন খেলোয়ারের জন্য উন্নত মানের নতুন ও আকর্ষনীয় জার্সি তৈরি করে দেয়ার ঘোষনা করেন এবং সদর উপজেলার ইউএনও কে সেই জার্সি গায়ে বরিশালে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করতে নিয়ে যাওয়ার জন্য নির্দশনা প্রদান করেন এবং ভোলা সরকারি স্কুল মাঠের দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, জেলা শিক্ষা অফিসার দিপক হালদার, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোঃ জাহিদুল কবির তুহিন, জেলা শিক্ষা ও গবেষনা কর্মকর্তা নুরুল ইসলাম ছিদ্দিকী, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাগাঙ্গীর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিরিন আক্তার ও মোঃ আবু তাহের সহ সংশ্লিষ্ট উপজেলার শিক্ষা অফিসার গণ ও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ গনণ্যমান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা গোল্ডকাপে সদর উপজেলার চর ভেদুরিয়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় (ট্রাইবেকারে) ২-১ গোলের ব্যাবধানে লালমোহন উপজেলার রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য স্কুল পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় হয়ে উপজেলা পর্যায়ে যে ১৪ টি দল চ্যাম্পিয়ন হয়েছিলো তাদের মধ্যেই জেলা পর্যায়ে খেলা হয়েছে।