21 September 2023 , 2:15:15 প্রিন্ট সংস্করণ
লালমোহন প্রতিনিধি,
দৈনিক ভোলা টাইমস:: ভোলার লালমোহনে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ
ঘটনায় মঙ্গলবার রাতে মো. ইসমাইল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার লালমোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিরট্যাক
এলাকার মৃত অলিউল্যাহর ছেলে। এরআগে, সোমবার রাতে ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে
কালিরট্যাক বাজার থেকে তুলে নিয়ে একটি সবজি ক্ষেতের মধ্যে কয়েকজন যুবক
সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীর পরিচয় জানা
যায়নি।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এক
বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে কয়েকজন মিলে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে
চৌকিদারকে খবর দেন। পরে লালমোহন ইউনিয়নের মোফাজ্জল নামের ওই চৌকিদার
প্রতিবন্ধী যুবতীকে উদ্ধার করেন। এরপর তিনি বিষয়টি আমাদের জানান। মঙ্গলবার রাতে এ
ঘটনায় ওই চৌকিদার বাদী হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। মামলার
ভিত্তিতে অভিযান চালিয়ে ইসমাইল নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, গ্রেফতারের পর সংঘবদ্ধভাবে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের বিষয়টি
স্বীকার করে যুবক ইসমাইল। পরে তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ
ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া বুদ্ধিপ্রতিবন্ধী ওই
যুবতীর মেডিকেল টেস্ট করা হয়েছে। সেখানে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
ধর্ষণের শিকার ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে সেইভ হোমে পাঠানো হবে।