21 September 2023 , 11:56:08 প্রিন্ট সংস্করণ
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলা টাইমস:: স্কেলিং আপ সেনিটেশন মার্কেট সিস্টেমস ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে। বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) বেসরকারি সংস্থা স্যানমার্কস্-২ এর আয়োজিত অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। ইউনিসেফ এর সহযোগীতায় ও সুইজারল্যান্ড সরকারের আর্থীক সহায়তায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কারিগরি সহযোগীতায় আইডিই এর প্রকল্পটি ভোলা জেলায় শুরু করার লক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথি বলেন, “স্যানমার্কস-২ দ্বীপ জেলা ভোলার উপকূলীয় অঞ্চলের মানুষের স্যানিটেশন ব্যবস্থার উন্নতির লক্ষে যে প্রকল্পটি শুরু করতে যাচ্ছে তা একটি প্রশংসিত উদ্যোগ। বাস্তববাদী ডিসি বলেন, মানুষের স্যানিটেশন ব্যবস্থার উন্নতি না হলে স্বাস্থ্যের উন্নতি হবেনা, স্বাস্থ্য ঠিক না থাকলে মানুষ কর্মমুখী হতে পারবেনা, আর কর্মমুখী না হলে দেশ এগুতে পারবেনা। তাছাড়া ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ মাত্রায় পৌঁছতে হলে প্রতিটি শিশুকে মানসম্মত জীবন যাপনে অভ্যস্ত করে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের কাউকে পিছিয়ে পরতে দেয়া যাবেনা। তাই ভোলা জেলার পিছিয়ে পরা মানুষের জন্য এরুপ একটি সময়োপোযোগী প্রকল্প নিয়ে আসার জন্য স্যানমার্কস ও ইউনিসেফ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রকল্পটি বাস্তবায়ন করার ক্ষেত্রে জেলা প্রশাসনের তরফ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে”। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভার শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে স্যানিটেশন পকল্পটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্যানমার্কস-২ এর ফরিদপুর অঞ্চলের ফিল্ড টিম লিডার মোঃ নুরুল ইসলাম। দিনব্যাপী চলা সভায় বাংলাদেশ তথা ভোলা জেলার স্যানিটেশন অবস্থা ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইউনিসেফ এর বরিশাল বিভাগের প্রধান মোঃ আনোয়ার হোসেন, ভোলা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহামুদ খান, দৌলতখান উপজেলার নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান, মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা চৌধুরী, ভোলা সদর হাসপাতালের ডাঃ ফাহমিদ খান শাকিব, স্যানমার্কস অফিসার ফোরকান আলী, মেহেদী হাসান ও লালমোহন উপজেলার একজন স্যানিটারী লেট্রিন কারখানার মালিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলম খান ও সরকারি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা- কমচারি এবং বিভিন্ন উপজেলা থেকে আগত লেট্রিন ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক আরিফুজ্জামান অল্প খরচে উন্নত ও স্বাস্থ্যসম্মত লেট্রিন প্রজেক্ট পরিদর্শন করেন এবং তাকে ফুলেরর শুভেচ্ছা প্রদান করেন প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।