29 September 2023 , 8:12:47 প্রিন্ট সংস্করণ
এইচ এম নোমান,চরফ্যাশন ব্যুরো প্রধান
দৈনিক ভোলা টাইমস:: ভোলা চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন এওয়াজপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম চৌধুরীর আয়োজনে পবিত্র মিলাদুন নবী অনুষ্ঠান উপলক্ষে বিশ্ব নবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর জীবন ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ(২৮সেপ্টেম্বর)বৃহস্পতিবার যোহরের নামাজের পর অনুষ্ঠানের প্রধান অতিথি শশীভুষন দারুলউলুম রাব্বানীয়া নুরানি হাফিজি ও কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ্ব হযরত মাওলানা আঃ মালেক সাহেব হুজুর বলেন, হযরত মুহাম্মদ( সাঃ) বিশ্ব মানবতার শান্তির জন্য কাজ করেছেন।তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নি। তার আর্দশ অনুসরণ করে আমাদের কে এগিয়ে যেতে হবে,আয়ামে জাহেলিয়া যুগে সামান্য কিছু হলেই একজন কে আরেকজন খুন করতো। কন্যা সন্তান হলেই তার বাবা তাকে জীবন্ত কবর দিত। বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) আগমনের মধ্য দিয়ে অন্ধকার যুগ থেকে একটি সোনালী যুগে রুপান্তরিত করেছেন,তাই আমরা সকলে আল্লাহ তায়ালার নির্দেশ ও বিশ্ব নবীর দেখানো পথ অনুসরণ করা জরুরী। উদ্যোক্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন,প্রতি বছরের ন্যায় এবারও এলাকার সকল মুসলিম উম্মাদের নিয়ে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ)সহ সকল কবর বাসীর জন্য দোয়া মোনাজাতের মধ্য দিয়ে,সকলের সহযোগিতায় সুন্দর ভাবে পবিত্র মিলাদুন নবী অনুষ্ঠান সমাপ্তি করি।