29 September 2023 , 10:06:27 প্রিন্ট সংস্করণ
স্টাপ রিপোর্টার ,
দৈনিক ভোলা টাইমস:: গত বেশ কয়েকদিন আগে যানযট নিরসনে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে চরম হুঁশিয়ারি দিয়েছিল জেলা পুলিশ। এর পর ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ফকিরের নেতৃত্বে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয় । কয়েকদিনের ব্যবধানে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এবং ভেদুরিয়ার দীর্ঘদিনের অবৈধ ফুটপাত উচ্ছেদ করে প্রাণ ফিরে পেয়েছিল দুটি ঐতিহ্যবাহী বাজার । এছাড়াও অবৈধ ফুটপাত উচ্ছেদের কারণে যানজট নিরসনে শতভাগ মুক্তি পেয়েছিল ভেলুমিয়া এবং ভেদুরিয়ার মানুষসহ ভোলা থেকে বরিশাল গামী সকল যাত্রী ও অসাধারণ মানুষ ।
তবে এবার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন ফকিরের সেই কৃতিত্ব ধ্বংসের পথে । ওসির দেয়া নির্দেশ যথাযথ পালন করছে না ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্র । যার কারণে পুনরায় অবৈধ ফুটপাত স্থাপনা বসে যাচ্ছে বাজারগুলোতে, যার কারণে প্রতিনিয়ত চরম পর্যায়ের যানজট এর সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষের ।
এদিকে ভেদুরিয়া ব্যাংকের হাট বাজার এবং ভেলুমিয়া বাজার এখন যেন এক ময়লার কারখানা , হিসেব মিলালে এটি কোন পরিবেশ সম্পন্ন বাজার নয় । একদিকে যেমন বেড়েছে অবৈধ সব ফুটপাত অন্যদিকে ওসির দেয়া নির্দেশ না পালন করে পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এবং দায়িত্বে থাকা কর্মকর্তারা কি ঘুমিয়ে আছেন এমন প্রশ্নই সুশীল সমাজের ।