29 September 2023 , 10:31:47 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলা টাইমস্।। ভোলা লালমোহনে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন । সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু তনয়া, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষ্যে তজুমদ্দিন উপজেলার ৪নং চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। ২৯ সেপ্টেম্বর শুক্রবার এতে ভর্চুয়ালি বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রলীগ নেতা। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের গনমানুষের নেতা, জননেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি)। ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে জননেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি)।বলেন, এখন দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র চলছে। সাম্রাজ্যবাদী অপশক্তি ও তাদের দেশীয় দোসররা নানা চক্রান্তে মেতে আছে। এমন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটেই বিচলিত নন। তিনি বরং সাহস ও দৃঢ়চেতা নেতৃত্বে আমাদের দেশকে এগিয়ে নিচ্ছেন। তাঁর বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতৃ নির্মাণসহ অনেক বড় বড় চ্যালেঞ্জ জয় করেছি। তাঁর দৃঢ়চিত্ত অবস্থান ভবিষ্যতে আমাদের আরো বড় অর্জনের স্বপ্ন দেখায়। এখন প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন ও সহযোগিতার মাধ্যমে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট দেশ গঠনে দেশবাসীর পাশে থাকা উচিত। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া মোনাজাত করা হয় ।