1 October 2023 , 12:23:11 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার,
দৈনিক ভোলাটাইমস:: প্রশাসনের নাম ভাঙ্গিয়ে ভোলা ইলিশা ও কাচিয়া ইউনিয়নে রমরমা ইয়াবা বাণিজ্যের অভিযোগ উঠেছে চিহ্নিত একাধিক মাদক মামলার আসামি ইব্রাহিম মালের বিরুদ্ধে ।
ভোলার ইলিশা গুপ্ত মুন্সী ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোজাম্মেল মালের ছেলে ইব্রাহিম মাল, কাঠের ব্যবসার আড়ালে রমরমা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা । কাঠের ফার্নিচারের ব্যবসা থাকায় প্রশাসনের কতিপয় সদস্য সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কে পুঁজি করে তাদের নাম ভাঙ্গিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা এমনটাই অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা । ইলিশা ও কাচিয়া ইউনিয়নের বেশ কিছু কিশোরদের একত্রিত করে গড়ে তুলেছে কিশোর গ্যাং, ইব্রাহিম মালের মাদক ব্যবসা চালাতে এই কিশোরদের ব্যবহার করা হচ্ছে মাদক বিক্রি থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কাজে ।
একাধিক মাদক মামলার আসামি ইব্রাহিম মালের হাত থেকে মুক্তি চায় স্থানীয় বিপথগামী কিশোরদের পরিবার ।