5 October 2023 , 9:44:52 প্রিন্ট সংস্করণ
সোহেল / মাসুদ / হাসনাইন,
ভোলা টাইমসঃ ধর্মের বাবা ডেকেও ধর্ষক এনামের হাত থেকে রক্ষা পায়নি ভোলার মনপুরার আকলিমা বেগম । মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি জাহাঙ্গীর হাওলাদার এর ছেলে এনাম হাওলাদার এর বিরুদ্ধে একাদিক ধর্ষন এবং ধর্ষন চেষ্টা মামলা রয়েছে। তবে এনাম হয়তো ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতির ছেলে বলে রক্ষা পেয়ে যায় বারবার। যার কারণে আইনি সহয়তা নিতে ভয় পায় অনেকে। গত ২২ তারিখ সকাল আনুমানিক ১১ টার দিকে সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা আকলিমা বেগমের বাসায় ঢুকে জোরপূর্বক ধর্ষন করে এনাম হাওলাদার । পরে ধর্ষন থেকে রক্ষা পেতে ধর্মের বাবা ও ডেকেছিলেন এনাম কে। কিন্তু তার পরেও রক্ষা পায়নি ভুক্তভোগী আকলিমা, আর স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এমন বেশ কয়েকটি ধর্ষন এবং ধর্ষনের চেষ্টার ঘটনায় একাদিক মামলা রয়েছে এনামের বিরুদ্ধে। প্রতিবেশিরা বলেন তার প্রধান টার্গেট বিবাহিত নারী। যার কারণে ঐ এলাকার বাসিন্দারা চরম আতংকে থাকে। ধর্ষণ হওয়া আকলিমা বেগমের স্বামী বশির মাঝি বলেন, এনাম হাওলাদার বিরুদ্ধে মামলা করায় বিভিন্ন লোকের মাধ্যমে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়, তারা বলেন মামলা না তুললে এই এলাকায় আমাদের বসবাস করতে দিবে না, প্রতিনিয়ত আমাদের হুমকি দিয়ে যাচ্ছে যার কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ছেলে মে স্কুল মাদ্রাসা পরে কখন যানি তাদের ক্ষতি করে ফেলে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। মনপুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলে বহিষ্কৃত সাবেক ছাত্রলীগ নেতার একের পর এক ধর্ষণকাণ্ডে পুরো উপজেলা আওয়ামী লীগ বিব্রতকর অবস্থায় রয়েছে। এ বিষয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা চৌধুরী বলেন, তার এই ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে মনপুরা উপজেলা ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে জেলে ও গিয়ে ছিলো কিন্তু তার পরও সে ক্ষান্ত হননি। তবে এ ঘটনায় পুলিশ বলছে তার বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে । তবে ঘটনা ঘটার পরপরই পালিয়ে যান অভিযুক্ত এনাম হাওলাদার , পরে ঘটনায় মামলা হলে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় ফিরেন এনাম, যার কারনে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। তবে সচ্ছ তদন্তের মাধ্যমে সকল ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।