6 October 2023 , 9:07:50 প্রিন্ট সংস্করণ
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস:: “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো পালা গানের আসর। শুক্রবার(৬ অক্টোবর) বিকাল ৩ টায় অনুষ্ঠিত পালাগানের শ্রোতার উপস্থিতি কম থাকলেও মনমুগ্ধকর পালাগান পরিবেশন করেন ঢাকা থেকে আগত দুলাল বয়াতী ও পটুয়াখালী থেকে আগত রেনু পারভীনের দল। সেলি সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত পালাগান সম্পর্কে ভোলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানবীর রহমান বলেন, “শিল্প সংস্কৃতি ঋদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে গণজাগরনের শিল্প আন্দোলনের অংশ হিসেবে আজকের পালাগানের আয়োজন। আধুনিকতার চাপে পালাগানের মতো জনপ্রিয় সংস্কৃতি হারাতে বসেছে বলেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এসব গান পুনরুদ্ধারের লক্ষে পালা গানের আয়োজন করছে”। শরিয়ত মারফাত পালাগানে মিয়া তানসেন সহ বেশ কয়েকজন বয়াতি অংশগ্রহণ করেন।