প্রেমিকের জন্য ১০ ভরি স্বর্ণ নগদ অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার পথে মাদ্রাসা শিক্ষার্থী পুলিশ হেফাজতে  

অনন্ত হাসান মাসুদ ,

দৈনিক ভোলাটাইমস:: প্রেম মানেনা কোনো বাঁধা, মানেনা কোনো শৃঙ্খল, মানেনা কোনো প্রতিবন্ধকতা। এবার এক ভিন্ন এক ঘটনার সাক্ষী হয়েছেন ভোলার মানুষ । ১০ বড়ি স্বর্ন, এবং নগদ ৫৯ হাজার টাকা নিয়ে প্রেমিকের কাছে রওনা দিয়েছিল এক মাদ্রাসা শিক্ষার্থী ।

গতকাল শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা যাওয়ার পথে স্বর্ন, নগদ অর্থ সহ উদ্ধার করা হয় ওই মাদ্রাসা শিক্ষার্থীকে। শনিবার দুপুর নাগাদ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ৷

এ দিকে পুলিশ বলছে, প্রেমের ফাঁদে ফেলে ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীকে ভুল বুঝিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলো প্রেমিক, পরে প্রেমিকের জন্য ১০ বড়ি স্বর্ন এবং নগদ ৫৯ হাজার টাকা সহ পালিয়ে যাওয়ার পথে ভুক্তভোগী শিক্ষার্থী কে উদ্ধার করে পুলিশ ।