ভোলায় ১০ হাজার কর্মহীনদের মাঝে বিএনপি’র ত্রাণ সমগ্রী বিতরণ।

স্টাফ রিপোর্টার,

দৈনিক ভোলাটাইমস্ :: বিশ্বব্যাপী করোনা মহামারীর কারনে দেশের এই ক্রান্তিলগ্নে কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে জাতীয়তাবাদী দল বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর পক্ষ থেকে গরীব ও কর্মহীন ১০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ভোলা জেলা বিএনপি। চলমান ত্রান বিতরণের অংশ হিসেবে আজ রবিবার (১৭ই মে) সকাল ১০ টায় কর্মহীন দুস্থ্য ও অসহায়দের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য থাকে যে, করোনা ভাইরাসকালীন দেশের এই ক্রান্তিলগ্নে শুরু থেকেই সাবেক ধর্ম মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান এর যোগ্য উত্তরসূরী ও ভোলা সদর থানা বিএনপি’র আহ্বায়ক জনাব আসিফ আলতাফ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভোলার ১৩ টি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। যা এখনো চলমান রয়েছে । এছাড়াও ভোলা জেলার ৭ টি উপজেলায় বিএনপি সমর্থিত এমপি প্রার্থীরা ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলিয়েছে যাচ্ছে বলে জানা গেছে।