ভোলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৩

এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস:: “শিশুর জন্য বিনিয়োগ করি,ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত এক সপ্তাহ যাবত বর্নাঢ্য অনুষ্ঠান শেষে রবিবার(৮ অক্টোবর) সমাপনী, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে ভোলায় শেষ হলো বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৩। ভোলা জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ ভাবে আয়োজিত সমাপনী দিনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শিশু একাডেমির বিভিন্ন বয়সী শিশুদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিশু একাডেমি কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন কুমার সাহা ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার। ছড়া, কবিতা আবৃত্তি, নৃত্য, গান সহ শিশু শিল্পীদের আকর্ষনীয় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয় ভোলা শিল্পকলা একাডেমির মঞ্চ থেকে অডিটোরিয়াম পর্যন্ত। বিশেষ করে বাকপ্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধি চারটি শিশু শিল্পীর দলীয় নৃত্য পরিবেশনা সকলের মন কেরে নেয়। ভোলা শিশু একাডেমির আবৃত্তি প্রশিক্ষক মশিউর রহমান পিংকু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরনের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, ” আপনার শিশুর জন্য বিনিয়োগ করলে একদিন সে দেশ ও জাতির বড় সম্পদে রুপান্তরিত হবে”। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক তুলি বেগম, সংগীত প্রশিক্ষক আঁখি দে, তালযন্ত্র বাদক ভাস্কর মজুমদার এবং সাংবাদিক নেয়ামত উলল্লাহ ও এ.সি.ডি.অর্জুন এবং শতাধিক শিশু ও অভিভাবক   বৃন্সোদদ।মবার(৩ অক্টোবর) বিশ্ব শিশু দিব ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন উপলক্ষে সকাল ১০ টায় শুরু হয় এক বর্নাঢ্য রেলি। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রিপন কুমার সাহা এর নেত্রিত্বে রেলীটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে  শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। ভোলা শিশু একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় শতাধিক শিশুর অংশগ্রহণে অনুষ্ঠিত রেলী শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এডিসি জেনারেল আর.কে.সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। জেলা শিশু একাডেমির কর্মকর্তা মুহাম্মদ আকতার হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আজকের শিশুরাই আগামীর বাংলাদেশকে নেত্রিত্ব দিবে। তাই দেশের হাল শক্ত করে ধরার জন্য আমাদের প্রতিটি শিশুকে সমান অধিকার দিয়ে সঠিক ভাবে লালনপালন করতে হবে। প্রত্যেক পিতামাতাকে শিশুদের প্রতি অধিক যত্নবান হওয়া একান্তই প্রয়োজন”। বক্তব্য শেষে ডিসি আরিফুজ্জামান শিশু অধিকার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। শিশু একাডেমির প্রশিক্ষক মশিউর রহমান পিংকুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক সাবেকুন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তেরর উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন ও দুইজন শিশু সহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সপ্তাহ ব্যাপী চলা শিশু অধিকার সপ্তাহ আগামী ৮ অক্টোবর ভোলা শিল্পকলা একাডেমিতে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেন শিশু একাডেমি অফিসার।