11 October 2023 , 11:39:14 প্রিন্ট সংস্করণ
এ.সি.ডি.অর্জুন,
দৈনিক ভোলাটাইমস:: ভোলা জেলায় মেধা ও মননশীল মানুষের সংখ্যা একেবারেই কম নয়। বরং দিনদিন বেরেই চলছে এবং মেধাবীদের কৃতিত্বের জন্য দীপ জেলা ভোলার সুনাম এখন দেশ পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পরছে। তারই ধারাবাহিকতায় বুধবার(১১ অক্টোবর) ভোলার প্রথম নারী ব্যারিস্টার রাফিয়া তুজ যুবায়দাকে সংবর্ধনা দিলো ভোলা জেলা আইনজীবী সমিতি। ভোলাার প্রথম নারী এ্যাডভোকেট ও সাবেক সাংসদ মমতাজ বেগম এর কনিষ্ট কন্যা ব্যারিস্টার রাফিয়া ও তার স্বামী ব্যারিস্টার তৌহিদুল ইসলাম ফুয়াদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা বারের সভাপতি এডভোকেট মোঃ ছালাউদ্দিন হাওলাদার বলেন, “ভোলা জেলা আইনজীবী সমিতি সর্বদাই ভোলার কৃতি সন্তানদের সংবর্ধনা দিয়ে থাকে। আমরা ইতিপূর্বে দুজন ব্যারিস্টারকে সংবর্ধনা দিলেও এই প্রথম ভোলার কোন নারী ব্যারিস্টারকে সংবর্ধনা দিতে পেরে খুবই গর্বিত ও আনন্দিত বোধ করছি। নতুন ব্যারিস্টার দম্পত্তির উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আশা করি আপনাদের কর্মস্থল যেখানেই হোকনা কেন আপনারা ভোলা বারের সদস্য হয়ে ভোলা জেলা আইনজীবী সমিতিকে আরো শক্তিশালী করবেন”। ভোলা বারের সাধারন সম্পাদক মোঃ ইফতারুল হাছান শরীফ এর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ভোলা বারের সাবেক সভাপতি এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ও এডভোকেট মোঃ বশির উল্লাহ, জজকোর্টের পিপি এডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু, জিপি মোঃ নুরুল ইসলাম নুরনবী, এ পিপি মোঃ মামুন ও এডভোকেট রবীন্দ্র নাথ দে। বক্তারা সকলেই ভোলা জেলায় খান বংশের ১৮ জন সদস্য আইনজীবী হওয়ার বিরল দৃস্টান্ত স্তাপন করার জন্য খান পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাফিয়ার গর্বিত মাতা এডভোকেট মমতাজ বেগম ও মামা এডভোকেট আবুল কাশেম খান, সাবেক সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মাহাবুবুর রহমান লিটু সহ আইনজীবী সমিতির সকল সিনিয়র ও জুনিয়র সদস্য বৃন্দ এবং ব্যারিস্টার দ্বয়ের আত্মীয় স্বজনগণ। এ সময় ব্যারিস্টার রাফিয়া ও তার স্বামী তৌহিদুলকে ফুল দিয়ে বরন করে নেন ভোলা জেলা আইনজীবী সমিতির নেত্রিবৃন্দ এবং মোহরা সমিতির নেত্রি বৃন্দ। উল্লেখ্য ১৪ জানুয়ারী ১৯৯৪ সালে ভোলায় জন্মগ্রহণ করা ব্যরিস্টার রাফিয়া ২০০৯ সালে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস এসি ও ২০১১ সালে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ থেকে এইচ এসসি পাশ করার পর লন্ডন বিশ্ব বিদ্যালয় থেকে ২০২৩ সালে ব্যারিস্টারী পাস করেন এবং তার স্বামীও একই স্থান থেকে পাস করেন।