দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক এ.সি.ডি.অর্জুন

 স্টাফ রিপোর্টার,

দৈনিক ভোলাটাইমস::  ভোলা জেলার স্থানীয় পাঠকপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক(Managing Editor) পদে পদোন্নতি পেলেন পত্রিকাটির সদ্য সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক এ.সি.ডি.অর্জুন।

রবিবার(১৫ অক্টোবর) দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার প্রকাশক মোঃ আলী জিন্নাহ(রাজিব) ও সম্পাদক শাকেরা শারমিন (চাঁদনী) আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে সাংবাদিক অর্জুন এর গলায় ‘ব্যবস্থাপনা সম্পাদক’ পদের আইডি কার্ড পরিয়ে দেয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় নতুন পদে পদোন্নতি পাওয়ায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক নতুন ব্যবস্থাপনা সম্পাদক অর্জুন এর হাতে সংবর্ধনা ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে সম্মান ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সকল প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলে নতুন ব্যবস্থাপনা সম্পাদক অর্জুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এর পূর্বে গত ৯ অক্টোবর(সোমবার) এক প্রতিনিধি সভায় উপস্থিত সকল প্রতিনিধির সম্মতিক্রমে ব্যবস্থাপনা সম্পাদক পদে অর্জুন এর পদোন্নতির বিষয়টি ঘোষনা করেন প্রকাশক রাজিব। এ বিষয়ে তাৎখনিক প্রতিক্রিয়ায় প্রকাশক রাজিব বলেন, “দৈনিক ভোলা টাইমস্ পত্রিকা কতৃপক্ষ সর্বদাই পেশাদার সাংবাদিকতাকে উৎসাহ প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রায় এক বছর সিনিয়র স্টাফ রিপোর্টাের পদে কাজ করার পর সাংবাদিক অর্জুন এর পেশাদারিত্ব ও লেখার মান এবং ভোলা টাইমস্ এর প্রতি আন্তরিকতা বিবেচনায় তাকে ব্যবস্থাপনা সম্পাদক পদের দায়ীত্ব দেয়া হলো। আশা করি তার কর্মগুণে তিনি নিজেকে ও ভোলা টাইমস্ পত্রিকাকে আরো উন্নত স্থানে নিয়ে যেতে পারবেন”। অন্যদিকে, নতুন পদের দায়ীত্ব পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক অর্জুন বলেন, “আমি মনে করি যেকোন জেলার ক্ষেত্রে জাতীয় পত্রিকার চেয়ে একটি স্থানীয় পত্রিকার প্রাধান্যের ব্যাপ্তি ও শক্তি সহশ্রগুণ বেশি থাকে। তাই আমাকে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকায় কাজ করার সুযোগ দানের জন্য পত্রিকাটির সম্মানিত প্রকাশক মোঃ আলী জিন্নাহ(রাজিব) ও সম্পাদক শাকেরা শারমিন মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি এবং ভোলা টাইমস্ পত্রিকার সকল সহ কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করছি”। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও প্রবীণ সাংবাদিক এবং সর্বজন শ্রদ্বেয় ব্যক্তি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, সাংবাদিক মনিরুল ইসলাম, দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন রাজু, ইউছুফ হোসেন নিরব, হারুন শাহ্, আশিকুর রহমান শান্ত, সোহেল রানা, অনন্ত হাসান মাসুদ, হাসনাইন আহমেদ ও নিউজ ডেক্স ইন চার্জ বাদল রায় সহ সকল প্রতিনিধি ও মিসেস অর্জুন সহ সংশ্লিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য ১৯৭৬ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করা ভোলা পৌরসভাস্থ ১ নং ওয়ার্ডের বাসিন্দা অর্জুন ১৯৯৫ সাল থেকে লেখা লেখি করেন এবং তার লেখা বিভিন্ন কবিতা স্থানীয় ও জাতীয় পত্রিকায় স্থান পেলেও তিনি সাংবাদিক হিসেবে আত্ব প্রকাশ করেন ২০১৫ সালে। ইতিমধ্যে তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ, দৈনিক সত্য সংবাদ, জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকা সহ একাধিক স্থানীয় দৈনিক পত্রিকায়ও বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশ পোস্ট ও ভোলার স্থানীয় দৈনিক ভোলা টাইমস্ পত্রিকায় কর্মরত আছেন।