ভোলায় বঙ্গবন্ধু বালক ও বঙ্গমাতা বালিকা অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার,

দৈনিক ভোলাটাইমস:: ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সরকারি স্কুল মাঠে ভোলা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি ঘটে। বালিকা অনূর্ধ্ব ১৭ ট্রাইবেকারে ভোলা পৌরসভা ৩-২ গোলে ভোলা সদর কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।অপরদিকে বালক ১৭ ভোলা পৌরসভাকে ৪-২ গোলে হারিয়ে বোরহানউদ্দিন উপজেলা চ্যাম্পিয়ন হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, টুর্নামেন্টের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা। বক্তব্য রাখেন ম্যাচ কমিশনার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফয়সেল, ক্রীড়া অফিসার মোহাম্মদ সাইদুল ইসলাম, ভোলা পৌর প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন প্রমূখ। তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা (বালক) এরশাদ নাজিম ভোলা পৌরসভা, টুর্নামেন্ট সেরা এবাদুল বোরহানউদ্দিন, ম্যান অফ দ্যা ফাইনাল সৌরভ ভোলা পৌরসভা। সর্বোচ্চ গোলদাতা (বালিকা) সাথী ভোলা পৌরসভা, টুর্নামেন্ট সেরা সুরমা ভোলা পৌরসভা, ম্যান অফ দ্যা ফাইনাল অমি ভোলা সদর। উল্লেখ্য যে ৮টি দলের সমন্বয়ে এ টুর্নামেন্টটি গত ১২ অক্টোবর ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি উদ্বোধন করেন।