মুজিব দেখতে সিনেমা হলে গেলেন তোফায়েল ।

স্টাফ রিপোর্টার,

দৈনিক ভোলাটাইমস:: মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব মানেই বাংলাদেশ, মুজিব মানেই বেঁচে থাকার চেতনা, মুজিব ছারা বাংলাদেশের অস্তিত্ব ভাবা কখনোই সম্ভব নয়।  এবার মুজিব সিনেমা দেখতে গেলেন সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ । তবে যিনি নিজেই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহচর, তিনিও নতুন করে জানতে চাইলেন নতুন করে মুজিব কে।  নতুন প্রজন্মের নিকট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস পৌঁছে দিতে বাংলাদেশ ভারত সমন্বিত সিনেমা মুজিব প্রকাশিত হয়েছে  গত বেশ কয়েকদিন আগে ।

আজ ১৫ অক্টোবর সন্ধায় ভোলার রূপসী সিনেমা হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মুজিব নিয়ে নির্মিত সিনেমা দেখতে যান জাতীয় নেতা তোফায়েল আহমেদ । এসময় সিনেমা দেখে নিজেদের মনের ভাব এবং অবিব্যক্তি প্রকাশ করেন নেতাকর্মীরা

তবে বঙ্গবন্ধুর মতো একজন ইতিহাস কখনোই দুই থেকে তিন  ঘন্টার সিনেমায় সম্পুর্ন তুলে ধরা সম্ভব নয়,  বঙ্গবন্ধুর ইতিহাস জানতে অনেক সময় আর চেষ্টার প্রয়োজন বলে দাবী বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের।