অবশেষে গ্রেপ্তার ভোলার আতঙ্ক দেহব্যবসার মুলহোতা নাজিম ওরফে (আলম )

অনন্ত হাসান মাসুদ ,

দৈনিক ভোলার টাইমস ::গত দুইদিন আগে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকায় ভোলার ফ্লাট বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে সদর থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মুলহোতা নাজিম ওরফে আলম । পরে  তাকে গ্রেপ্তার করতে মরিয়া হয়ে পরে পুলিশ ।

আজ বৃহস্পতিবার বিকেলে ভোলার যুগি গোল এলাকায় একটি ফ্লাট বাসায় অভিযান চালিয়ে এক নারীর সাথে অসামাজিক কার্যকলাপ চলমান অবস্থায় এসআই নাজমুল এবং এএসআই নাজির সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ভোলার মানব পাচারের মুল হোতা নাজিম ওরফে আলম ।

অন্যদিকে একাদিক অভিযোগ আছে আওয়ামী লীগের নেতা পরিচয় এবং তার মেয়ের জামাই পুলিশ সদস্য হওয়ায় সেই প্রভাব খাটিয়ে  অসহায় মানুষদের জিম্মি এবং কোনঠাসা করেছেন এই মানব পাচারকারী  আলম ।

এদিকে পুলিশ বলছে ভোলার মানব পাচারের মুল হোতা এবং অপরাধের একমাত্র কেন্দ্রবিন্দু ছিলো নাজিম ওরফে আলম, তবে এমন অসামাজিক কার্যকলাপ এড়াতে জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।।