২৮ অক্টোবর বিএনপি পরাজিত হবে – ভোলায়-ড. শান্ত

মোঃ সোহেল রানা,

দৈনিক ভোলার টাইমস :: বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে যোগ দিতে ভোলায় আসলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান শান্ত। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা থেকে বিলাসবহুল জাহাজ কারর্নিভাল ক্রজ দিয়ে নৌ-পথে দুপুর ২টায় ইলিশা ফেরিঘাটে এসে পৌঁছালে ড. শান্তকে দৌতখান ও বোরহানউদ্দিন উপজেলার আওয়ামিলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। পরে ইলিশা ফেরী ঘাট থেকে বাইক শোডাউনের মধ্যে দিয়ে উকিল পাড়া শান্ত নীড়ে এসে ড. শান্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য বলেন আগামী ২৮ অক্টোবর বিএনপি পরাজিত হবে, বিএনপি মনে করে ক্ষমতা আকাশ থেকে আসবে, কিন্তু আমি বলে দিতে চাই, ক্ষমতা জনগন থেকে আসবে। আর এই জনগণ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাথে আছে এবং থাকবে।