ভোলায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত ।। 

অনন্ত হাসান মাসুদ ,

দৈনিক ভোলার টাইমস:: সারাদেশে বিএনপি জামায়েত সহ বিভিন্ন দলের অরাজকতা এবং আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে ভোলা জেলা আওয়ামী লীগ।  আজ শনিবার সকাল আনুমানিক ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় । এর পর বেলা ১২ টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই যায়গায় এসে শেষ হয়।

এসময় সমাবেশে  জেলা স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ, ছাত্রলীগ, সহকারে বিভিন্ন অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে বিএনপির সকল আগুন সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার পাশাপাশি আওয়ামী লীগ সরকার কে পুনরায় ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ ।