16 November 2023 , 12:06:48 প্রিন্ট সংস্করণ
মোঃ সোহেল রানা,
দৈনিক ভোলার টাইমস ::বুধবার (১৫ নভেম্বর ) রাতে ভোলা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ — সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,জেলা যুবলীগের সভাপতি ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহমুদ। এছাড়াও জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১—৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬—১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।