শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে কাউকে না খেয়ে থাকতে হবে না : নুরুন্নবী চৌধুরী শাওন

সাদির হোসেন রাহিম,
দৈনিক ভোলা টাইমস্।। ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন করোনা দূর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। রবিবার তজুমদ্দিনের চাচড়া ও চাদপুর ইউনিয়ন পরিষদে নিজ অর্থায়নে নগদ অর্থ ও ভিজিএফের চাল বিতরণকালে তিনি একথা বলেন।
 তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে কাউকে না খেয়ে থাকতে হবে না। ইতোমধ্যে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্য সামগ্রী ফুরিয়ে গেলে আবার পৌঁছে দেয়া হবে। তবুও আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আসন্ন ঈদুল ফিতরে বিলাসিতা পরিহার করে দরিদ্র মানুষের পাশে দাড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি ।
আসন্ন ঈদুল ফিতরে বিলাসিতা পরিহার করে দরিদ্র মানুষের পাশে দাড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানান।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আঃ লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, যুবলীগ সভাপতি শহীদুল্লাহ কিরণ, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।