লালমোহনে জীবাণুনাশক টানেল স্থাপন

লালমোহনে জীবাণুনাশক টানেল স্থাপন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে থানা কমপ্লেক্স, হাসপাতাল ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্বয়ংক্রিয় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। সোমবার নিজস্ব অর্থায়নে এসব জীবাণুনাশক টানেলের স্থাপন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এছাড়াও তজুমদ্দিন উপজেলা পরিষদ, থানা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ ৮টি স্থানে এসব টানেল উদ্বোধন করেন তিনি। পরে হাসপাতালের ডাক্তার, নার্স ও পুলিশের জন্য সুরক্ষা সামগ্রী তুলে দেন। এর আগে ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়েও স্বয়ংক্রিয় জীবাণু নাশক টানেল স্থাপন করেন এমপি শাওন।  এছাড়া সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে করোনায় কর্মহীন অর্ধ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের একজন মানুষও না খেয়ে থাকবে না।  এই মহামারীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত দেশের জনগণের সুরক্ষায় কাজ করে যাচ্ছেন।  উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।