লালমোহনে এমপি শাওনের পক্ষে যুব মহিলালীগের ইফতার সামগ্রী বিতরণ

সাদির হোসেন রাহিম।।

ভোলার লালমোহন উপজেলা যুব মহিলালীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ১৯ই মে বেলা প্রায় ১২টার সময় স্থানীয় যুব-মহিলালীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের প্রায় শতাধিক সদস্যের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা যুব- মহিলালীগের সভাপতি কামরুন নাহার সুমি ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার। এসময় সংগঠনের সভাপতি ও সম্পাদক উপস্থিত নেতৃবৃন্দের মাঝে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন।