1 March 2020 , 6:59:08 প্রিন্ট সংস্করণ
স্পোর্টস ডেস্ক,
দৈনিক ভোলাটাইমস:: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফলে প্রথমে বোলিং করবে চামু চিবাবার জিম্বাবুয়ে।
এ ম্যাচ দিয়ে আবারও বাংলাদেশ ওয়ানডে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি। বিশ্বকাপের পর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন তিনি।
এরপর আর কোনো খেলা না থাকায় মাঠে নামা হয়নি মাশের। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে দীর্ঘ ৭ মাস পর আন্তর্জাতিক ওয়ানডেতে মাঠে নামছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।