2 March 2020 , 7:59:02 প্রিন্ট সংস্করণ
ভোলাটাইমস ডেস্ক ,
দৈনিক ভোলাটাইমস:: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে।সোমবার (২রা মার্চ) দুপুরে, ভোলার খাল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি ট্রলারসহ কারেন্ট জাল ও মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মৎস্য বিভাগের একটি দল সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় ভোলার খাল নামক এলাকা থেকে ১১ জেলেকে আটক করা হয়। এছাড়া, তাদের কাছে থাকা চার হাজার মিটার জাল, ২টি নৌকা ও প্রায় দেড় মণ মাছ জব্দ করা হয়।
তিনি বলেন, আটককৃতরা দৌলতখান উপজেলার ভবানিপুর ইউনিয়নের বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম তাদের ১ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।